একুশে নিউজ ডেস্ক:: পবিত্র ধর্ম মুসলিম উম্মতের বড় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনুর দেশ ও বিদেশের সকল ভক্ত অনুরাগী মুসলমানদের শুভেচ্ছা বার্তায় বৃহস্পতিবার (১৩ মে) তিনি বলেন, সিয়াম সাধনার পর আমাদের পবিত্র ইদুল ফিতরের ধনী গরিব একসাথে হাতে হাত রেখে খুশি উপভোগ করি। দলমত নির্বিশেষে বলেন, পবিত্র ঈদের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ জাতির জনকল্যাণে নিজেকে উৎসর্গ করি।
মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনে হামলা অত্যাচার বন্ধ করতে ইসরাইলের প্রতি আহবান জানান। এবং ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনের মুসলমানের নাগরিক শিশু আত্বার মাগেফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302