• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

যুবদল নেতা বাবর ও শাহেল গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

admin
প্রকাশিত মে ১৮, ২০২১
যুবদল নেতা বাবর ও শাহেল গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

একুশে নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, যুগ্ম-আহ্বায়ক শাহেল আহমদ গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ই মে) সিলেট জেলা যুবদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ উক্ত নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী মতাবলম্ভী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। নির্যাতন যত তীব্র হবে, জাতীয়তাবাদী শক্তির আন্দোলন তত বেশি তীব্র থেকে তীব্রতর হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে বাবর আহমদ রনি ও শাহেল আহমদ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, নির্যাতনের স্টিম রোলার বন্ধ করার জোর দাবি জানান।