• ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আনোয়ারপুর বাজার বনিক সমিতির সভাপতি ফয়সালের উপর হামলা

admin
প্রকাশিত মে ১৯, ২০২১
আনোয়ারপুর বাজার বনিক সমিতির সভাপতি ফয়সালের উপর হামলা

ডেস্ক:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বানিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার বনিক সমিতির সভাপতি ফয়সাল তালুকদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনোয়ার গ্রামের কিবরিয়ার বাড়ি থেকে সালিশ বৈঠক শেষে বাজারে ফেরার পথে স্থানীয় কিছু সন্ত্রাসীরা ফয়সাল তালুকদার ও তার সাথে থাকা লোকজনের উপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। ধারালো রামদার আঘাতে ফয়সালের মাথায় ও হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

পরে আশপাশের লোকজন উদ্ধারকরে গুরুতর আহত অবস্থায় ফয়সালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আহত ফয়সাল মিয়া জানান, প্রতিপক্ষ বাবুল মেম্বার ও ইসমাঈলের হুকুমে ৩০-৪০ জন তার উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।।

এই ঘটনায় দক্ষিণকুল গ্রামের ফয়সলের সহোদর আবুল কাসেম বাদি হয়ে তাহিরপুর থানায় বাবুল মিয়া, মনবুল, ইছাক সহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়।

এসএ