• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে বাড়ির উঠানে অজগর

admin
প্রকাশিত মে ২১, ২০২১
সিলেটে বাড়ির উঠানে অজগর

স্টাফ রিপোর্ট:: সিলেট নগরীর উত্তর বালুচর এলাকার একটি বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার বিকেলে অজগরটি উদ্ধার করা হয়। শনিবার স্থানীয় খাদিম নগর জাতীয় উদ্যানে এটি অবমুক্ত করার কথা রয়েছে।

বুধবার রাতে উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকার বি-ব্লকের মিল্টু মাল নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে অজগরটি ধরা হয়।

মিল্টু মাল জানান, তিনি বাড়িতে হাঁসমুরগী পালন করেন। অজগরটি তিনটি হাঁসের বাচ্চা খেয়েছে। বুধবার রাতে বাচ্চা খেতে এলে সেটিকে ধরা হয়।

অজগরটির ওজন সাড়ে ৩ কেজি ও দৈর্ঘ্য ৬ ফুট বলে জানা গেছে। শুক্রবার অজগরটি উদ্ধারের সময় বন বিভাগের লোকজন ছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমি সন্তান সংগঠনের সভাপতি আশরাফুল করির প্রমুখ উপস্থিত ছিলেন।