একুশে নিউজ ডেস্ক:: বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১১টায় যমুনা সুপার মার্কেটে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি কেন্দ্রীয় সভাপতি ডা: মো: নূরুল আমিনের এক স্বাক্ষরিত পত্রে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন-আহবায়ক ডা: মনির আহমদ মনির, যুগ্ম আহবায়ক ডা: কাওছার আহমদ, সদস্য সচিব ডা: আবুল কালাম, সদস্য ডা: সৈয়দ শাহনুর, ডা: মানিক দে, ডা: এম এ এইচ জসিম, ডা: আনোয়ার হোসেন, ডা: গিয়াস উদ্দিন চৌধুরী, ডা: শাহিন আহমদ, ডা: শিহাব আহমদ, ডা: ফারহানা বেগম হেনা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302