• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা: সিলেটে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮

admin
প্রকাশিত মে ২৩, ২০২১
করোনা: সিলেটে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক::
সিলেটে গত একদিনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪৮ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯২ জন। এরমধ্যে সিলেট জেলার ৩১৬ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৯ জন।

নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জে ৪, মৌলভীবাজারের ১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৩ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৩০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৮২, হবিগঞ্জে ২ হাজার ৪৬৩ এবং মৌলভীবাজারে ২ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৪৭, সুনামগঞ্জের ৪ এবং মৌলভীবাজারের ১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭১১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৭২৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ২৭৭ জন সুস্থ হয়েছেন।

রোববার (২৩ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২০২ জন। এরমধ্যে সিলেটে ১৯৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৪ এবং মৌলভীবাজারে দুজন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৯ হাজার ৪১৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৯ হাজার ১৩১ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮৪ জন।