একুশে নিউজ ডেস্ক:: সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির গঠনের নামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই বিষয়ে বর্তমান বিভাগীয় সমন্বয়ক অবগত নয় এবং কেন্দ্রীয কমিটির দায়িত্ব প্রাপ্ত কারও কাছ থেকে কোন বার্তা বর্তমান সমনন্বয়কারীর কাছে আসে নাই।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেট, মৌলবীবাজার, হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রম চলমান থাকাবস্থায় কেন্দ্রীয় কমিটির লিখিত কোন ঘোাষনা সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে আসে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে জৈনক বিভাগীয় আহবায়ক কমিটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগের সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে এ বিষয়ে সকল জেলা কমিটির সভাপতি অবগত নয় বিধায় জৈনক বিভাগীয় আহবায়ক কমিটির কোন গ্রহন যোগ্যতা নেই।
বৃহস্পতিবার (২৭ই মে) দুপুর ১২টায় গণমাধ্যমে এক বার্তায় সিলেট বিভাগের সমন্বয়ক এইচ আর শাকিল এবং সিলেট বিভাগের তিনটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রতিটি জেলার নেতৃবৃন্দ বলেন, এ কমিটি নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কোনো নেতাকর্মীকে বিভ্রান্ত সৃষ্টি না হওয়ার আহবান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302