• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অচিরেই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন হবে: পরিকল্পনামন্ত্রী

admin
প্রকাশিত মে ২৯, ২০২১
অচিরেই দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন হবে: পরিকল্পনামন্ত্রী

একুশে নিউজ ডেস্ক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, অচিরেই দক্ষিণ ছাতককে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। শুক্রবার (২৮ই মে) রাত ৮টায় দক্ষিণ সুনামগঞ্জে মন্ত্রীর নিজ বাসভবনে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ মন্ত্রী সাথে সাক্ষাৎ কালে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ দক্ষিণ ছাতককে উপজেলা হিসেবে ঘোষণা করার দাবি করে আসছেন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ এর সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সহ-সভাপতি ডা: শাহ সৈয়দুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুহিত, এস এম আমজাদ, প্রচার সম্পাদক এডভোকেট জুবায়ের আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১৫ নং ওয়ার্ডের অন্তগত ৬টি ইউনিয়ন সিংচাপইড়, ভাতগাঁও, গোবিন্দগঞ্জ, সৈদেরগাঁও, দোলারবাজার, ছৈলা আফজালাবাদ এবং দক্ষিণ খুরমা এই ইউনিয়ন গুলো নিয়ে সুবিধাবঞ্চিত জনগণ দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন করতে চান।