একুশেনিউজ ডেস্ক:: রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট সদর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা রোববার (২৯ মে) শনিবার বিকাল ৩টায় দাসপাড়ায় অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, চালক সংগ্রাম পরিষদ খাদিমপাড়া ইউনিয়ন সভাপতি রেশাদ আহমদ, সহ-সভাপতি মুসলিম মিয়া, মাসুদ আহমদ, টুকরবাজার ইউনিয়ন আহ্বায়ক ওমর ফারুক, মতলবি আহমদ, চ্ন্নুু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যাটারি, রিকশা, পার্টস সহ যাবতীয় যন্ত্রপাতি বৈধ প্রক্রিয়ায় কিনে ইজিবাইক -ব্যাটারি রিকশা তৈরী করে রাস্তায় চালাতে গেলে অবৈধ বলে হয়রানি-উচ্ছেদ করা দুঃখজনক। বক্তারা, নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক লাইসেন্স প্রদান, হয়রানি ও উচ্ছেদ বন্ধ করার আহবান জানান।
সভায় ১১ সদস্য বিশিষ্ট রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি-আব্দুল কুদ্দুস, সহ সভাপতি রেশাদ আহমদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল আহমদ, সদস্য মতলবি আহমদ, মাসুক আহমদ, বেলাল আহমদ, লাল মিয়া, জয়নাল আবদিন, মো. হাছান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302