একুশেনিউজ ডেস্ক:;
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মেজরটিলা ইসলামপুর সৈয়দপুরে ৫নং রোডের ব্লক-বি’র ৫৩নং বাসার স্বত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান ও এসএ কালাম সেতুর উদ্যোগে শুক্রবার (২৮ মে) বাদ জুমআ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কওছর আহমদ মিয়া, ফয়ছল আহমদ, এলাকার মুরব্বি হাজী রফিকুর রহমান, হাজী ফারুক আহমদ, ডা. কামাল আহমদ, আব্দুল মুকিত, সাদেক মিয়া, মুরব্বি খায়রুল মজিদ, আবুল হাসান, শামিম আহমদ, উদয়ন যুব সংঘের সভাপতি মহি উদ্দিন, সহ-সভাপতি মাসুম আহমদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, সদস্য আব্দুল কাইয়ুম, আজিম হোসেন সুজন, মারজান আহমদ, লাইয়ুম আহমদ, নাঈম আহমদ, নিঝুম আহমদ, সাদিকুর রহমান, রুহেল আহমদ, নাদের আহমদ, ইমাদ আহমদ, জুয়েল আহমদ, ইমাদ আহমদ, সাহেদ আহমদ, লাবলু খান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম। এসময় তারা জানান, ভবিষ্যতে উক্ত জায়গায় বড় প্রকল্প হবে। এজন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302