• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে ফের ভূমিকম্প আতংকিত সিলেটবাসী, ৭ দিন সতর্ক থাকার আহ্বান

admin
প্রকাশিত মে ৩০, ২০২১
সিলেটে ফের ভূমিকম্প আতংকিত সিলেটবাসী, ৭ দিন সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :: শনিবারের পর আজ ভোরে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। দফা দফায় ভূমিক্ম্প অনুভূত হওয়ায় সিলেটবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর এই ভয়ে অনেকেই নগরী থেকে পরিবার নিয়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের বিশেষজ্ঞরা। তবে এ সময় আতঙ্কিত না হয়ে নগরবাসিকে সর্তক থাকার জন্য আহবান জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবারের পর আজ রোববার (৩০মে) ভোর ৪টা ৩৬মিনিটে সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোরে ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি। যারা টের পেয়েছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে বহুতল বাসা-বাড়ি থেকে নিচে নেমে আসেন। আগের দিন চারবার ভূমিকম্প হওয়ায় আজকের ভূমিকম্প নিয়ে আতঙ্কটা ছিল একটু বেশি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে মৃদ্যু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২ দশমিক ৮। যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে। অর্থাৎ আজকের ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা।

শনিবার সকালে প্রথম দফা অনুভূত হয় ১০টা ৩৬ মিনিটে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। এর রেশ কাটতে না কাটতেই ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টা ও ১১টা ৩৪ মিনিটে বড় ঝাঁকুনি অনুভূত হয় বেলা ২টায়। সর্ব শেষ আজ ভোর ৪টা ৩৬মিনিটে আবারো মৃদু ঝাঁকুনি অনুভূত হয় সিলেট অঞ্চলে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, কয়েক দফা এমন ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এর মাত্রা রিক্টার স্কেলে সর্বোচ্চ ৪.১। এর কেন্দ্রস্থ সিলেটেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে কয়েকদফা ভূমিকম্পের কারণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) গতকাল বিকেল ৫টার দিকে সিসিকের হল রুমে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়্। বৈঠকে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, পর পর এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানান তিনি।

এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীতে শনিবার অন্ত্যত ৪/৫ বার ভূমিকম্প হয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে কীভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা ভাবছি।

তিনি আরো বলেন, জনগণকে খুব আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।