নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। যার মধ্যে ৬৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭২ জন। মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৬৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮২১ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩১৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটে ৯ জন ও সুনামগঞ্জে ৩ জন রয়েছেন। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৯ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৩১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302