নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বাড়ছে। একইসাথে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। ফলে স্বস্তিতে নেই সিলেটবাসী। গত চব্বিশ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ১২১ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১১ জনে।
বুধবার (২ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮১৭ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৯৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫০৯ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১২১ জন করোনা আক্রান্ত রোগীর ৮৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজার জেলায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। ২ জনের সুনামগঞ্জে, ও ৪ জনের বাড়ি মৌলভীবাজার জেলায়। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৩৯৬ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩৬ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন রোগী। যারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪১১ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৩৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২১৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৮ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায় রাখা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302