• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে করোনায় আরো ২ জনের প্রাণহানি

admin
প্রকাশিত জুন ৩, ২০২১
সিলেটে করোনায় আরো ২ জনের প্রাণহানি

একুশেনিউজ ডটকম:: সিলেটে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭৪ জন। যার মধ্যে ৩৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন। বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৭৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ০২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে ৬৬ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩২৪ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪০ জন সুস্থ হয়েছেন।