
একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্ল্যাণ সমিতির আহবায়ক কমিটির প্রথম সভা বুধবার সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ডা. মনির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন ডা. কাওছার আহমদ, ডা. সৈয়দ শাহনুর, ডাঃ মানিক দে, ডাঃ এম.এ.এইচ জসীম, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ গিয়াস উদ্দিন চৌধুরী, ডাঃ শাহিন আহমদ, ডাঃ শিহাব আহমদ, ডাঃ ফারহানা বেগম হেনা, ডাঃ টুনু মিয়া আনছার।
এতে সিদ্ধান্ত হয়- যে সকল থানাতে ১১ সদস্য বিসিস্ট একটি করে আহবায়ক কমিটি গটন করা হবে। মহানগরীর সকল ওয়াডের ও আহবায়ক কমিটি করা হবে, এবং সকল উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে পল্লী চিকিৎসকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ টেনিং করানো হবে, স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত, সিভিল সার্জন কর্তৃক অনুমতি প্রাপ্ত, যারা এই ট্রেনিং করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে। ডাঃ মোঃ আবুল কালাম ০১৭১৪৪২৯১৪৭।