একুশেনিউজ ডেস্ক:;
সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোঃ জাবেদ আহমদ ।
রবিবার (১৩ জুন) নগরীর এয়ারপোর্ট এলাকায় ফুলের শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা মো:খালেদ আহমদ,তাজু আহমদ, আলী আহসান সানী,সাহরিয়ার,আব্দুল সামাদ আজাদ,মো:তোহিন আহমদ, মো:বোরহান আহমদ,মো:ইমন আহমদ, পিয়াস আহমদ,মারুফ আহমদ,আক্কল আহমদ,ইমরান আহমদ,সানি আহমদ,ইমন আহমদ(২), আরাফাত আহমদ সহ প্রমুখ ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302