একুশেনিউজ ডেস্ক:: কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের পাওনা বকেয়ার জন্য দেশের অন্যতম ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্টান বিবিএস ক্যাবল এর নামে সিলেটের শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে।যার মামলা নং ০৫/২০২১।
মামলাটি করেছেন কোম্পানির সাবেক ব্যবস্থাপক এম আই হোসেন ( যার আইডি নং০০০৫৮৯)।
মামলায় আসামী করা হয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি আবু নোমান হাওলাদার,পরিচালক ইঞ্জি. বদরুল হাসান, নির্বাহী পরিচালক ওমর ফারুক, এইচ আর অফিসার সাব্বির হাসান, এজিএম (সেলস) শেখ আব্দুল হাফিজ ও সিলেটের বর্তমান ব্যবস্থাপক নাজমুল হুদা জাহাঙ্গীর।
মামলায় বলা হয় উক্ত ব্যবস্থাপক ৩ বছর পুর্বে কোম্পানি থেকে অব্যহতি নিয়ে চলে গেলে ও বিবিএস ক্যাবল কোম্পানি আজবধি তাহার মাসিক বেতন,প্রভিডেন্ট ফান্ডের টাকা,ওয়েলফেয়ার ফান্ডের টাকা,সার্ভিস বেনিফিট, প্রফিট শেয়ারের টাকা পরিশোধ করেনি।
উপরন্তু পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও মামলার ভয় দেখানো হয়।তাদের হয়রানীর ভয়ে কর্মকর্তা কর্মচারীরা চাকূরী ছেড়ে যাএয়ার পর আর এই সমস্থ সুবিধাদি চাওয়ার সাহস পান না বলে প্রচার রয়েছে।
তারই প্রেক্ষিতে শ্রম আদালতে মামলা করা হয়েছে বলে জানান মামলার বাদী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302