একুশে নিউজ ডেস্ক:: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চৌকিদেখীর বাশবাড়ীর কয়েছ আহমদের চিকিৎসায় আর্থিক সহায়তায় এগিয়ে এলেন ইংল্যান্ডের রাইট ল্যান্ড প্রপারটির কর্নধার, আলাউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ছোট ভাই বিশিষ্ট ব্যাবসায়ী কমিউনিটি নেতা ফারুক ফুয়াদ চৌধুরী।
শনিবার(১২ই জুন)সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে আর এম এস ক্রীড়া সংস্থায সার্বিক সহযোগিতায় আয়োজিত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর এম এস ক্রীড়াা সংস্থার সভাপতি রুহুল আমিন লাভলুর সভাপতিত্বে ও আর এম এস ক্রীড়া সংস্থার প্রেসিডিয়াম সদস্য প্রদীপ ধর রন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, বিশিষ্ট মুরব্বি শহিদুল ইসলাম মামুন, তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ ওভার, সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সুলতান আহমদ, রংধনু চৌকিদেখীর সাধারন সম্পাদক জি ডি রমু ধর, রংধনু চৌকিদেখির সাংগঠনিক সম্পাদক সুরাব আহমদ পবলু, পুষ্পাঞ্জলি দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন কুমার নাথ, মনোজিৎ রানা, প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা পুষ্পাঞ্জলি সংঘ, এ্যাডভোকেট কামাল আহমেদ সাধারণ সম্পাদক তরঙ্গ সমাজ উন্নয়ন কমিটি, হাজী রফিকুল ইসলাম, আনসার আহমেদ সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা, শামছুজ্জামান সেলিম সিনিয়র সহ-সভাপতি তেপান্তর সমাজ কল্যাণ সংস্থা, রফিকুল ইসলাম সমন্বয়ক চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি), ময়নুল ইসলাম পাপ্পু, সমন্বয়ক চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি), কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম মানবিক টীমের সদস্য ছদরুল ইসলাম লোকমান, মোহাম্মদ আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক উদয়ন তরুণ সংঘ, তানিম মুন্না, প্রতিষ্ঠাতা সভাপতি ব্লাড সোলজার সোসাইটি।
অনুদানের চেক আর এম এস ক্রীডা সংস্থার সহ সভাপতি মিজানুল হক ও সাধারন সম্পাদক সাকিব আহমদের হাতে তুলে দেওয়া হয়।
আর এম এস ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মধ্যে সুলেমান আহমদ চমন, মেহবুব আহমদ, সাদ্দাম আহমদ, রায়হান আহমদ, সুফিয়ান আহমদ, হুমায়ুন আহমদ, জাহিদ, শাহীন, সাইফুল, ইরফান, জুম্মান প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302