• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘কোভিড-১৯ হিরো’ অ্যাওয়ার্ড পেলেন রোটারিয়ান ইকবাল হোসেন

admin
প্রকাশিত জুন ১৯, ২০২১
‘কোভিড-১৯ হিরো’ অ্যাওয়ার্ড পেলেন রোটারিয়ান ইকবাল হোসেন

একুশেনিউজ ডেস্ক:: স্বেচ্ছাশ্রম, মানব সেবা, বিশেষ করে করোনা মহামারীর সময়ে অসামান্য অবদান ও প্রশংসনীয় কার্যক্রম অব্যাহত রাখায় রোটারি আন্তর্জাতিক জোন ১বি, রিজিওন ১০ এর পাবলিক ইমেজ কমিটির উদ্যোগে কোভিড-১৯ হিরো ওয়ারিওর গোল্ড অ্যাওয়ার্ড পেলেন রোটারি ক্লাব অব জালালাবাদের রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন।

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকার অভিজাত একটি হোটেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের কাছ থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

পদক প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী, রোটারি আন্তর্জাতিক এর প্রেসিডেন্ট হলগার ন্যাক, প্রেসিডেন্ট ইলেক্ট শেখর মেহতা। অনুষ্ঠান পরিচালনা করেন পিডিজি এসএএম শওকত হোসেন ও টেলিভিশন উপস্থাপিকা শিরিন শিলা।

উক্ত অনুষ্ঠানে ফিজিক্যালি ও ভার্চুয়ালিভাবে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, থাইওয়ান, ইন্দোনেশিয়া, নেপাল ও থাইল্যান্ডের আমন্ত্রিত রোটারিয়ান ও অন্যান্য অতিথি গন অংশগ্রহণ করেন।

রোটারি ক্লাব অব জালালাবাদ এর সদস্যের পাশাপাশি রোটারিয়ান ইকবাল হোসেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ এর আহবায়ক, সমাজ কর্মী ও সংগঠক, দোয়ারা বাজার সমিতি সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য; এর আগেও রোটারিয়ান ইকবাল হোসেন রোটারি আন্তর্জাতিক কর্তৃক পল হ্যারিস ফেলো (পিএইচএফ) সম্মানে ভুষিত হন।