একুশেনিউজ ডেস্ক::
মানব সেবা, বিশেষ করে করোনা মহামারীর সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসামান্য অবদান রাখায় রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর, রোটারি ক্লাব অব জালালাবাদ এর সদস্য এরআরপিআইসি (২০২১-২২) প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীরকে রোটারি আন্তর্জাতিক জোন ১০ এর পাবলিক ইমেজ কনফারেন্স কমিটি কর্তৃক কোভিড-১৯ হিরো ওয়ারিয়ার গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার অভিজাত একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী, রোটারি আন্তর্জাতিক এর প্রেসিডেন্ট হলগার ন্যাক, ও রোটারি আন্তর্জাতিকের প্রেসিডেন্ট ইলেক্ট শেখর মেহতা। পিডিজি এসএএম শওকত হোসেন ও টেলিভিশন উপস্থাপিকা শিরিন শিলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ফিজিক্যাল ও ভার্চুয়াল এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, থাইওয়ান, ইন্দোনেশিয়া, নেপাল ও থাইল্যান্ডের আমন্ত্রিত রোটারিয়ান ও অন্যান্য অতিথিগণ অংশগ্রহণ করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302