
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জুবায়ের আহমদ নামের শিবিরের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জুবায়ের উপজেলার বাঘা ইউনিয়নের মো: সিরাজ উদ্দিনের ছেলে। সে ইসলামি বাংলাদেশ ছাত্র শিবিরের সক্রিয় সদস্য।
দলীয় সূত্রে জানাযায়, গতকাল রাতে উপজেলা সদরের মিছিল কে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ আসার পর উভয় পক্ষ স্থান ত্যাগ করে চলে যায়। সেই ঘটনার জেরে সকালে ছাত্র শিবির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল বের করতেই সেই মিছিলে হামলা করে ছাত্রলীগ। সেই হামলায় জুবায়ের সহ আরও ১১
জন নেতাকর্মী আহত হয়েছেন ।
গুরুতর আহত জুবায়ের আহমদ সহ তাদের নেতাকর্মীরা সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত জুবায়ের বাবা মো: সিরাজ উদ্দিন।