একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা বাসদ নেতৃবৃন্দের উপর সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মৌলভীবাজারের সচেতন নাগরিকবৃন্দ।
মঙ্গলবার (২২ জুন) এক বার্তায় এড. মঈনুর রহমান মগনু স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা জানানো হয়।
বার্তায় নেতৃবৃন্দ বলেন, করোনার এই মহামারীকালে অর্থনৈতিক কর্মকান্ড প্রায় বিধ¦স্ত অবস্থায় থাকায় অসহায় গরীব মানুষ তাদের ক্ষুধা নিবারনের জন্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রাস্তায় নামলে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের ব্যাটারি চালিত রিক্সাগুলো আটক করে নিয়ে যায়। উক্ত রিক্সাগুলো কর্তৃপক্ষের নিকট হইতে উদ্ধারকল্পে সংশ্লিষ্ট রিকশা চালক বা মালিকগন শান্তিপূর্ণ সমাবেশ করা কালে সিলেট সিটি করর্পোরেশনের কর্মচারী নামধারী মেয়রের কতিপয় সন্ত্রাসীরা সমাবেশকারীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে আহত করেও ক্ষান্ত থাকেনি বরং উল্টো বাসদ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবু জাফর আহমেদ, বাসদ নেতা জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, বাসদ নেতা ও সাংবাদিক প্রণব জ্যোতি পাল সহ অজ্ঞাতনামাতিন শতাধিক লোকের নামে এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যাহা গণতান্ত্রিক চেতনার পরিপন্থ। নেতৃবৃন্দ এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আইনী প্রক্রিয়ায় এনে লাইসেন্স দেওয়া এবং আটককৃত রিক্সাগুলো ফেরত দেয়ার জন্য জোর দাবি জানানো হয়।
বিবৃতিদতারা হলেন, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমেদ চৌধুরী (এডভোকেট), সাবেক সভাপতি রমাকান্ত দাশ গুপ্ত (এডভোকেট), সিপিবি মৌলভীবাজার জেলা কমিটি সভাপতি মকবুল হোসেন (এডভোকেট), উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান টিপু (এডভোকেট), সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু (এডভোকেট), ব্যবসায়ী আব্দুল মতিন, বাংলাদেশ টেক্স লইয়ারস এসোসিয়েশন ঢাকা(বিটিএলএ) এর সদস্য বদরুল হোসেন, এড. ডাড্লী ডেরিক প্রেন্টিস, বৃটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন চৌধুরী (এডভোকেট), এডভোকেট প্রীতম দত্ত সজীব, এডভোকেট পংকজ সরকার, ঢাকা জজ কোর্টের এডভোকেট মোঃ মামুনুর রশিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি মোঃ আবু রেজা সিদ্দিকী ইমন, মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট অমূল্য কুমার ঘোষ, এডভোকেট কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ, সুজন মৌলভীবাজারের সম্পাদক জহরলাল দত্ত, সাংবাদিক হুমায়ূন রহমান বাপ্পী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি সুবিনয় রায় শুভ, বর্তমান সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চা শ্রমিক-ছাত্র-যুব মঞ্চের আহ্বায়ক বিপ্লব মাদ্রাজী পাশী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সংগঠক দিলীপ সাহা, নারী নেত্রী ইফ্ফাত আরা নিপা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মাসুমা খানমরুমা, সমাজতান্ত্রিক মৎস্যজীবী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সংগঠক মিয়াধন আলী, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব জুনেদ আহমদ চৌধুরী, বৃহত্তর সিলেট কর আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান (বীর মুক্তিযোদ্ধা)।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302