বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা মোহাম্মদ দিনার হোসেন আহত হয়েছেন। এই হামলার ঘটনার প্রায় দুই ঘন্টার পর বিশাল বস্ত্র বিতান নামক ঐ প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ঐ প্রতিষ্ঠানের কর্মচারী ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জুন বেলা ১টায় দোকানে হামলা ও বেলা ৩টায় অস্ত্র উদ্ধারের ঘটনা গুলো ঘটে। দোকানে হামলার পর ফের ঐ দোকান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনাটি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনসহ ৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারে বিশাল বস্ত্র বিতান নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মোহাম্মদ দিনার হোসেনের। মোহাম্মদ দিনার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক বিষয় নিয়ে তার সাথে আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর বিরোধ রয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে ঘটনার দিন বেলা ১টার দিকে আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী সঙ্গীয় ১০/১২ জন লোক ও দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে বিশাল বস্ত্র বিতানে গিয়ে হামলা চালায়। হামলায় মোহাম্মদ দিনার হোসেনের মাথা ফেটে যায়, এছাড়া তার শরীরের বিভিন্ন অংশ জখম প্রাপ্ত হয়। হামলাকারীরা দোকানে ভিতর ভাংচুরও চালায়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে তার কন্যা মোছাঃ হালিমা আক্তার শিমু ঘটনাস্থলে ছুটে আসেন। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সহযোগীতায় বাবাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে যান তিনি।
এ ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ৩টার দিকে বিয়ানীবাজার থানার একদল পুলিশ বিশাল বস্ত্র বিতানে এসে তলাশি শুরু করে। তলাশির এক পর্যায় দোকানের ভিতর এক কোনায় কাপড় দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগে একটি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে বলে পুলিশ জানায়। এসময় দোকানের কর্মচারী মোঃ হেলাল উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ। পরে প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা আহত মোহম্মদ দিনার হোসেনকেও গ্রেফতার করা হয়।
অবৈধ পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় থানার এসআই সমীরণ দাস বাদী হয়ে আটককৃত ২জনসহ ৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, তারিখ ২৫/০৬/২০২১ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের আলী হোসেনের পুত্র মোহাম্মদ দিনার হোসেন (৫৪), ছোটদেশ গ্রামের আরব আলীর পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩০), ঘুঙ্গাদিয়া গ্রামের মোহাম্মদ দিনার হোসেন এর কন্যা মোছাঃ হালিমা আক্তার শিমু (২০), শ্রীধরা গ্রামের মোঃ ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ জিল্লুর রহমান (৪০), নবাং গ্রামের ফৈয়াজ আলীর পুত্র আব্দুল বাছিত (৩৫), শ্রীধরা গ্রামের আব্দুল খালিকের পুত্র আব্দুল মুমিত (৪০) ও কোনা গ্রামের তাহির আলীর পুত্র ফারুক আহমদ (৩৫)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে কেউ পুলিশকে কিছু জানায় নাই। থানায় আসা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঐ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেআইনী একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302