নিজস্ব প্রতিবেদক:: সিলেটে দিনে দিনে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা ভাইরাস। তিনদিনে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের প্রাণহানী হয়েছে। সেই সাথে সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
সেই সাথে আক্রান্ত হয়েছেন ১২২ জন। যার মধ্যে ৬৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২৬ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।
শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ৪১ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ১২২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭১ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৭১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের আরও ৩ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ১০ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302