একুশে নিউজ ডেস্ক:: দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৮ জুন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এই কঠোর লকডাউন চলাকালে জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, কঠোর লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
এ ছাড়া লকডাউনে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না বলেও তথ্যবিবরণীতে বলা হয়েছে। তবে গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে সরকার এটাকে কঠোর লকডাউন বললেও পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান- ‘এবারের লকডাউনে পুলিশ, বিজিবি থাকবে। প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাজেট সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান- যেমন এনবিআর, ব্যাংক এগুলো স্বল্প পরিসরে খোলা থাকবে। বাকি সব বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।’