
একুশে নিউজ ডেস্ক:: হাজী আব্দুন নূর সহুরুজ্জামান ফাউন্ডেশন, মীরবক্সটুলা এর উদ্যোগে শনিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের বাচ্চাদের ফ্রী খৎনা প্রদান করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত-৬ ওয়ার্ড এর কাউন্সিলর শাহানারা বেগম সহ এলাকার মুরব্বির ও যুবক ভাইয়েরা।
উল্লেখ্য, যুক্তরাজ্যের নিউক্যসল বসবাসরত গ্রেটার সিলেট নর্থইস্ট শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান মুন্নার পিতার নামে এই ফাউন্ডেশন। এটি সূচনা লগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে।