
একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বৃহস্পতিবার এক শোকবার্তায় ড. এনামুল হক চৌধুরী বলেন, মতিউল বারী চৌধুরী খুর্শেদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোকবার্তায় ড. এনামুল হক চৌধুরী মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমার আত্মার মাগফিরাত ও উনাকে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করেন সেই প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।