• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ছেলেদের হাতে বাবা খুন

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২১
গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ছেলেদের হাতে বাবা খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জের বাঘায় দ্বিতীয় বিয়ে করায় ছেলেদের ধারালো ছুরার আঘাতে তোতা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাঘা পরগণা বাজার চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মাসুম ও রাজিন নামে ২ছেলে এবং আলাল নামে আরও এক ব্যক্তিসহ ৪/৫ লোক পরগনাবাজার চৌমুহনীতে কিছু বুঝে উঠার আগে তোতা মিয়ার বুকে পিঠে উপর্যূপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, সম্প্রতি তোতা মিয়ার স্ত্রী পাঁচ সন্তানের জননী দিলারা বেগমের সাথে তোতা মিয়ার তালাক হয়। পনের দিন পূর্বে তোতা মিয়া নতুন আরও একটি বিয়ে করেন। এছাড়াও জায়গা জমি নিয়ে তোতা মিয়া ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে।