নিজস্ব প্রতিবেদক::
সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮১ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৯৩ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৬ জন।
একই সময়ে সিলেট বিভাগে আরও ২০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২২ জন, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারের ২৩ জনের করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫৩১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯, হবিগঞ্জে ২ হাজার ৮১৬ এবং মৌলভীবাজারে ৩ হাজার ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫৬ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন এবং মৌলভীবাজারের ১৯ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৭০৪ জন সুস্থ হয়েছেন।
শনিবার (৩ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ৩৯৭ জন। এরমধ্যে সিলেটে ৩৭৩, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ এবং মৌলভীবাজারে ১৬ জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302