• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২১
বিশ্বনাথে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের তিনদিন পর সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই বৃদ্ধ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত জয়েদ উল্লাহর ছেলে মালেক মিয়া (৬৫)।

রোববার (৪ জুলাই) দুপুরে আতাপুর নামক স্থানে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে সুরতহালের সময় লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। আর নিহতের ছেলে আব্দুর রউফ (৩৩) এর দাবি তার বাবার বুক, গলা ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্ত বের হচ্ছে।

আব্দুর রউফ জানান, গত বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এলাকার ৪জন লোকের সাথে তার বাবা বের হলে আর বাড়িতে ফিরেন নি। নিখোঁজের ঘটনায় ২জুলাই তিনি থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন। আর লাশ দাফনের পর তিনি মামলা করবেন বলে জানান।

জানতে চাইলে থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দিতে চাইলে তিনি মামলা নিবেন। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।