স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর প্রবেশদ্বারে র্যাবের প্রচার অভিযাননগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রী মো. আজমল আলী
প্রতিদিন প্রতিবেদক :: দেশে করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকে জারি করা লকডাউনের চতুর্থ দিন আজ। লকডাউন বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
তার ধারাবাহিকতায় রোববার(৪জুলাই) সকালে সিলেট নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে চেকপোস্ট বসিয়ে প্রচার অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৯।
প্রচার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে.কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলাম। এসময় দেখা যায়, জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় র্যাবকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। তাছাড়া যার প্রয়োজনে বাহিরে বের হয়েছেন কিন্তু তাদের মুখে মাস্ক নেই সেই সব ব্যক্তিকে মাস্ক দিয়ে সচেতন করে দিতে দেখা যায়।
এব্যাপারে র্যাব-৯ এর অধিনায়ক লে.কর্নেল আবু মুসা মো.শরীফুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন করা হচ্ছে। সিলেট জেলার বিভ্ন্নি উপজেলায় আমাদের বিভিন্ন টিম কাজ করছে। যারা লকডাউনের বিধি নিষেধ মানছে না তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তাছাড়া জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে আমরা অভিযান পরিচালনা করছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302