• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র মন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র মন্ত্রী

একুশেনিউজ ডেস্ক::
বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়া নিয়ে সুখবর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সুখবর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, আমাদের জেনেভা মিশন জানিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে আরো তিন মিলিয়ন মডার্না ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে।

ইতিমধ্যে ২.৫ মিলিয়ন এই টিকা পেয়েছি।
জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।

তিনি জানান, চীনা পররাষ্ট্র মন্ত্রী সঙ্গে আমার ১৫ জুলাই তাসকন্দে সাক্ষাৎ হবে। চীন সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে।

ইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে। তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।