
একুশেনিউজ ডেস্কঃ
সিলেটের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও চাতলীবন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বী জিহাদ আহমদ রিয়াজ উল্লাহ’র সহধর্মীনি ও সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুমনের মাতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট ১আসনের বি.এন.পি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ।
সোমবার এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, রবিবার ভোর ৮.০০ ঘটিকার সময় চাতলীবন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বি জিহাদ আহমদ রিয়াজ উল্লাহ’র সহধর্মিণী ও সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুমন’র মাতা সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।