নিজস্ব প্রতিবেদক::
সিলেটে দিনদিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোভিড-১৯ । প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মানুষ। সেই সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবুও মানুষের মাঝে নেই স্বাস্থ্যবিধি।
গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪০জন। সুস্থ হয়েছেন ২১২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫জন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪০জন। তারমধ্যে ২৪১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৫ জন, হবিগঞ্জের ৭৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১২৫ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৪৫৮ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৮৬ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২১২ জন। তাদের মধ্যে ১৬২ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন সুনামগঞ্জ জেলার, ২২ জন হবিগঞ্জের ও ১৩ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৫ হাজার ৩৭৭ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৪৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারের ৪০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
এই সময়ে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৪ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজার জেয়ায় ৬ হাসপাতালে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৪ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪২ জন ভর্তি রয়েছেন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৩ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২১৮ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302