একুশে নিউজ ডেস্ক:: ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করার জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবার কাউন্টারের বদলে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বুধবার (১৪ জুলাই) সকাল আটটা থেকে অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়।
জানা গেছে, টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে সার্ভারে ত্রুটি থাকার কারণে তা করা সম্ভব হয়নি। রাতে সার্ভারের সমস্যা সমাধান করে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কাজ। যেখানে যাত্রীরা অগ্রিম টিকিট কিনে রাখছেন।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান জানান, আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতিত) যাত্রীদের স্বাস্থবিধি নিশ্চিত করে আন্তঃনগর ট্রেনসমূহ চলবে।
তিনি জানান, মোট আসনের অর্ধেক টিকিট ইস্যু করা হবে। যাতে করে স্বাস্থ্যবিধি মানা সহজ হয়। এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের টিকিট ১৪ জুলাই থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে।