• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়ালে ঝুলন্ত লাশ!

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
গোলাপগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়ালে ঝুলন্ত লাশ!

নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জে নির্মাণাধীন ঘরের দেয়ালের সাথে ঝুলন্ত অবস্থায় সেলিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি খাগাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার সকালে খাগাইল গ্রামের একটি নির্মাণাধীন ভবনের বাইরের অংশে দেয়ালের সাথে তার লাশ ঝুলতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ও কুশিয়ারা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তার ভাই নাজিম উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে এক পক্ষের খাগাইল গ্রামে জায়গা নিয়ে বিরোধ চলছিল আমার ভাইয়ের সাথে। তিনি সেই জায়গার কেয়ারটেকার ছিলেন। তারা জায়গা লিখে দেওয়ার জন্য আমার ভাইকে চাপ প্রয়োগ করতে থাকে। বিভিন্ন সময় এ নিয়ে তারা হুমকি প্রদান করতো। এর জের ধরে হয়তো আমার ভাইকে তারা হত্যা করতে পারে। এঘটনার সুষ্ঠ বিচার আমি দাবি করছি।

এ ব্যাপারে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে বিস্তারিত জানানো হবে।