• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে আর্বজনা পালানোকে নিয়ে সংঘর্ষ: আহত ৩

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
ওসমানীনগরে আর্বজনা পালানোকে নিয়ে সংঘর্ষ: আহত ৩

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশ্বে ড্রেইনে আর্বজনা পালালে বাধা দিলে আহত তিন জন।
আর্বজনা পালানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি আছে । গত ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সৈয়দ বরকত আলীর নিজ মালিকানাধিন বাড়ির রাস্তার উপর ঘটনাটি ঘটেছে।

জানা যায় দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা সহ অন্যান্য বিষয়ে বিরোধ চলিয়া আসছিল।
ঘটনার সময়ে ড্রেইনের ময়লা আর্জবনা বাহিত পানি চলাচলের বিষয়ে কথার জের হিসাবে প্রতিপক্ষ ১ বাদশা মিয়া পিতা মৃত ময়না মিয়া -২আসাদ মিয়া পিতা মৃত কবির মিয়া -মসরু মিয়া পিতা মৃত সমচু মিয়া – নাইম মিয়া পিতা মৃত সমচু মিয়া -শিপু মিয়া পিতা মৃত ছায়েদ আলী ।ফুজায়েল মিয়া পিতা মৃত খুশেদ আলী-সুজায়েল মিয়া পিতা মৃত খশেদ আলী-মোজাহিদ মিয়া পিতা মৃত মোক্তার আলী-আতাহার মিয়া পিতা মৃত আবুল ইসলাম , সহ বিবাদীরা দেশীয় অশ্রে সজ্জিত হয়ে আক্রমন করে। এতে সৈয়দ জাহীর আলীর ছেলে সৈয়দ আলতাব আলী (৫০), সৈয়দ মাহবুব আলীর ছেলে জীবন আহমদ (২৩) সৈয়দ বরকত আলীর ছেলে সৈয়দ সালমান আহমদ (২২) আহত হয়েছেন।

এবিষয়ে সৈয়দ বরকত আলী বাদী হয়ে ৯ জনকে আসামী করে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।