• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২১
বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক

একুশেনিউজ ডেস্ক::
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম (৭৬) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সিলেট নর্থ ইস্ট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১৬ জুলাই) বাদ জুমা শাহজালাল রহ. জামিয়া কারিমিয়া দারুল উলূম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকালে শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন গভীর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন।

শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়েও অনেক আমলদার ছিলেন। পথভোলা মানুষকে পথের দিশা দিয়ে সত্যিকারে একজন গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি দীনের একনিষ্ঠ দাঈ ছিলেন। দীন বিজয়ের আন্দোলনেও তিনি ছিলেন অগ্রসৈনিক। তিনি বহু মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। ছিশতিয়া সাবরিয়া ত্বরিকার মাধ্যমে দীনের অনেক খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

মহান রব্বুল আলামিন মরহুমের সকল নেককাজগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন, আমীন।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান এবং জানাজা শেষে মানিক পীর (রঃ) কবরস্থানে দাফন সম্পন্ন হয়।