একুশেনিউজ ডেস্ক::
বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী-এর মাতা মরিওম চৌধুরী নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরিওম চৌধুরী এর মৃত্যুতে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
আজ এক শোকবার্তায় সিদ্দিকুর রহমান পাপলু বলেন, “মরিওম চৌধুরী এর মৃত্যুতে উনার পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি।
মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি মরহুমার শোকাহত পরিবারবর্গ যেন এই মৃত্যুশোক সইবার ক্ষমতা লাভ করেন। আমি মরহুমা মরিওম চৌধুরী এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302