• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ওসমানীতে নিয়মিত অপারেশন বন্ধ: হবে জরুরি অপারেশন

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
ওসমানীতে নিয়মিত অপারেশন বন্ধ: হবে জরুরি অপারেশন

নিজস্ব প্রতিবেদক::

অপারেশন থিয়েটারের সংস্কার কাজের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত অপারেশন বন্ধ করা হয়েছে। শুধুমাত্র জরুরী অপারেশনগুলো চলবে। এছাড়াও হাসপাতালে অক্সিজেনেরও কোন সংকট নেই।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। উল্লেখ্য যে; তিনি পদোন্নতি পেয়ে রোববার থেকে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি জানান, হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো সংস্কার হবে। সংস্কার কাজে ১৫-২০ দিন সময় লাগতে পারে। এ সময়ে নিয়মিত অপারেশনগুলো বন্ধ থাকবে। তবে জরুরী অপারেশন চলবে। পাশাপাশি গর্ভবতী মায়েদের অপারেশন হবে, ক্যান্সার আক্রান্ত রোগীদের অপারেশনও হবে।