• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা আব্দুস সামাদ লস্কুর মুনিমের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
ছাত্রদল নেতা আব্দুস সামাদ লস্কুর মুনিমের ঈদ শুভেচ্ছা

একুশেনিউজ ডেস্ক::
দেশ ও বিদেশের সকল রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মীসহ সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।

সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার মাধ্যমে আমাদের সবার মধ্যে আসুক আনন্দ বার্তা। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে বর্তমান বিপর্যয় থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে পারি, এ প্রত্যাশা করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, আমাদের এই ত্যাগ এবং কোরবানীর মাধ্যমে যেন মহান আল্লাহ তায়ালার প্রতি ত্যাগের দৃষ্টান্ত স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত আমার দলীয় নেতাকর্মী, সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমার সহযোদ্ধা, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।