• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

জুড়ীতে রাতের আধারে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
জুড়ীতে রাতের আধারে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

জুড়ি সংবাদদাতা::
জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত লকডাউন ঈদের কারণে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছে। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের পাশে দাঁড়ান কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও জায়ফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্তুজা।

তিনি নিজ উদ্যোগে সহকর্মীদের নিয়ে রাতের বেলা অসহায় পরিবারের ঘরে বিশেষ খাদ্য সামগ্রীর প্যকেট পৌছে দেন।

তিনি বলেন, আমি আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। বিত্তশালীরা এগিয়ে এলে ঈদে সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হতো।