• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

পরিকল্পনা মন্ত্রীর মোবাইল চুরির সাথে জড়িত ৫ জন গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
পরিকল্পনা মন্ত্রীর মোবাইল চুরির সাথে জড়িত ৫ জন গ্রেফতার

একুশেনিউজ ডেস্ক::
অবশেষে উদ্ধার হলো পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোন। চুরির সাথে জড়িত সগির আরিফ ও সুমনসহ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রো পলিটন পুলিশের রমনা বিভাগের ধানমণ্ডি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের চুরি হওয়া মোবাইলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, ধানমন্ডির সাত মসজিদ এলাকার জীবন নামে একজনের কাছ থেকে উদ্ধার করা হয় মন্ত্রীর আইফোন। চক্রের কয়েক হাত ঘুরে ফোনটি আনলক করে বিক্রি হয় জীবনের কাছে।

তবে মন্ত্রীর ফোন জানতে পেরে সেটি রেখে দেয় জীবন। অভিযানে বেশকিছু চুরি করা ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো (১) মো. সগীর, (২) মো. সুমন মিয়া, (৩) মো. জাকির, (৪) হামিদ আহমেদ সোহাগ, ও (৫) মো. জীবন। এ সময় তদের হেফাজতে থাকা ১ টি মোটর সাইকেল, বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল ফোন, ১ টি ল্যাপটপ, ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মোবাইল চুরি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ।