মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় একসঙ্গে সর্বোচ্চ ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত জেলায় একসঙ্গে এটাই সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনার পাশাপাশি অন্তত তিন দিনের অবশিষ্ট নমুনাও রয়েছে। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৮২টি এবং অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ৩১টি। করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের। নমুনার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৯ জন। জেলায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০২। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২০ জন। মারা গেছেন ৪৪ জন। গত বছর ৪ এপ্রিল প্রথম জেলার রাজনগরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
জেলা সিভিল সার্জন চিকিৎসক চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, গরুর হাটসহ হাটবাজারে মানুষের ভিড় বাড়ছে। মানুষ স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না। মাস্ক পরছেন না। এতে রোগীও বাড়ছে। এটা খুবই আশঙ্কাজনক বিষয়। ঈদের পরে পরিস্থিতি কী দাঁড়ায়, বলা মুশকিল।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302