শ্রীমঙ্গল সংবাদদাতা::
শ্রীমঙ্গলের একটি চা-বাগান থেকে একটি মৃত কিং কোবরা সাপ উদ্ধার করেছে বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ সময় একটি মৃত খইয়া গোখরা ও তিনটি জীবিত সাপ উদ্ধার করা হয়।
উপজেলার জেরিন চা-বাগানের বিষামণি মাঝের চৌমুহনা এলাকার প্রয়াত, সুমন মিয়া (৩২) সাপুড়ের বাড়ি থেকে রোববার (১৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি অভিযানে সাপগুলোকে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেরিন চা-বাগান চৌমূহনা এলাকার সাপুড়ে সুমন গত বৃহস্পতিবার জেরিন চা-বাগান থেকে একটি কিং কোবরা সাপ ধরে বাড়িতে এনে রাখেন। শনিবার (১৭ জুলাই) দুপুরে অন্যান্য সাপের সঙ্গে ওই কিং কোবরা সাপটিকে নিয়ে খেলা দেখাতে গেলে সাপটি সুমনের হাতে ছোবল দেয়। সুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও জানান, রোববার বিষয়টি বনবিভাগকে জানালে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র ও বন বিভাগের লোকজন অভিযান চালান। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত কয়েক দফায় সুমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের মধ্যে মৃত কিং কোবরা ও খইয়া গোখরা সাপ দুটিকে উদ্ধার করা হয়। এ সময় ২টি দাঁড়াস সাপ সহ ১টি কাল নাগিনী সাপকে জীবিত উদ্ধার করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302