• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটবাসীকে জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
সিলেটবাসীকে জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা

একুশেনিউজ ডেস্ক::
সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট জেলা শাখার আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২১ জুলাই পবিত্র ঈদুল আযহা। সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক।

সেই সঙ্গে ভয়ংকর দুঃসময়ে করোনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করেন।