• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমনের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
সিলেট জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমনের ঈদ শুভেচ্ছা

একুশে নিউজ::

দেশ-বিদেশে থাকা সকল রাজনৈতিক সহযোদ্ধা, সিলেট জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সংগ্রামী নেতাকর্মীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।

সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা সারা বিশ্বের মানুষের আনন্দকে ম্লান করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে আক্রান্ত। এই দুর্যোগময় মূহুর্তে ঈদুল আযহা নিয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। পশু কোরবানীর মাধ্যমে মনের পশুত্বকে কোরবানী করাই হোক মূল লক্ষ্য।

তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।