• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

যুবনেতা শাহিদুল ইসলাম সাজুলের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
যুবনেতা শাহিদুল ইসলাম সাজুলের ঈদ শুভেচ্ছা

একুশেনিউজ ডেস্ক::
সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ শিমুল বাক ইউনিয়নবাসী ও সর্বস্তরের জনগণসহ সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক ও সিলেট মহানগর কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক ও কালীঘাট যুব উন্নয়ন পরিষদ সিলেট এর প্রতিষ্টাতা সভাপতি যুবনেতা মুহাম্মদ শাহিদুল ইসলাম সাজুল।

মঙ্গলবার (২০জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মুহা. শাহিদুল ইসলাম সাজুল বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার মাধ্যমে আমাদের সবার মধ্যে আসুক আনন্দ বার্তা। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে বর্তমান বিপর্যয় থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে পারি, এ প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, আমাদের এই ত্যাগ এবং কোরবানীর মাধ্যমে যেন মহান আল্লাহ তায়ালার প্রতি ত্যাগের দৃষ্টান্ত স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমার সহযোদ্ধা, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও ঈদ মোবারক।