• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটবাসীকে মহানগর ইসলামী আন্দোলনের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
সিলেটবাসীকে মহানগর ইসলামী আন্দোলনের ঈদ শুভেচ্ছা

একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদ ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

নেতৃবৃন্দ মঙ্গলবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার মাধ্যমে আমাদের সকলের মধ্যে আসুক আনন্দ বার্তা। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।

শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের বিরুদ্ধে। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে বর্তমান বিপর্যয় থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে পারি, এ প্রত্যাশা আমরা করছি।
করোনা কালীন এই দুঃসময়ে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন পবিত্র ঈদুল আযহার এই মহতী সময়ে আমরা তাদের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তারা আরও বলেন, আমাদের এই ত্যাগ এবং কোরবানীর মাধ্যমে যেন মহান আল্লাহ তায়ালার প্রতি ত্যাগের দৃষ্টান্ত স্থাপিত হয়। এই কামনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সিলেটের নাগরিক বৃন্দ, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও ঈদ মোবারক।