• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আব্দুস সাত্তারের ইন্তেকালে খন্দকার মুক্তাদিরের শোক

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২১
আব্দুস সাত্তারের ইন্তেকালে খন্দকার মুক্তাদিরের শোক

একুশেনিউজ ডেস্ক::
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, প্রবীণ বিএনপি নেতা ও নগরীর কায়েস্তরাইল এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের (৭২) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তিনি বলেন, প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাত্তার ছিলেন জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। তিনি সারা জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুকে সিলেট জাতীয়তাবাদী পরিবার একজন সক্রিয় প্রবীণ বিএনপি নেতাকে হারালো। যার কখনও পূরণ হবার মতো নয়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলণসহ বিএনপির সকল আন্দোলন তিনি ছিলেন অগ্রসৈনিক। আল্লাহ তায়ালা যেন, মরহুম আব্দুস সাত্তারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন- এই কামনা করি।